নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে চার জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ জানুয়ারি) গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ এই সাজা দেন।
এদের মধ্যে কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়নের বোর্ডপাড়া গ্রামের মাহমুদের ছেলে খালেকুজ্জামান ডিমবাবুকে (৩০) ছয় মাস, সরঞ্জাবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে লাল মিয়াকে (২৮) সাতদিনের কারাদণ্ড এবং নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর গ্রামের পেটলু মামুদের ছেলে জাবেদ আলী (৪০) ও আতাউর রহমানের (৪৫) ১শ’ টাকা করে জরিমানা আদায় করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বুধবার গভীররাতে চাঁদখানা ও নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর ও সরঞ্জাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫