ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ৩ ককটেল উদ্ধার

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ৩ ককটেল উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, সামাজিক বিজ্ঞান  ও ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।



কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রশাসনিক ভবন, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কলাপসিবল গেটের পাশে ককটেল তিনটি ককটেল ফেলে রাখা ছিলো। ককটেলের সঙ্গে চিরকুটে লেখা ছিলো ছাত্রদলের ছাত্র ধর্মঘট সফল হোক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মীরা এমন নাশকতার ছক আঁটতে পারে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানান ওসি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বাংলানিউজকে বলেন, এটি কোনো ছাত্রের কাজ হতে পারে না। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।