ঢাকা: হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে থেকে ‘খেটে খাওয়া নগরবাসী’র ব্যানারে একটি মিছিল বের করা হয়েছে। মিছিলে দুই শতাধিক দিনমজুর ছিল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১ টার দিকে মিছিলটি বের হয়। পরে গুলশান-১ এর দিকে চলে যায় মিছিলটি।
মিছিলে অংশগ্রহণকারীদের পরনে ছিল জামা, লুঙ্গি ও স্যান্ডেল। তাদের হাতে ছিল ‘আমি কাজে যেতে চাই’ ও ‘আমার বাবাকে পুড়িয়ে মারলে কেন’ লেখা ব্যানারসহ কোদাল ও বাশের ঝুড়ি।
মিছিলে অংশ নেওয়া দিনমজুর বশির উদ্দিন বাংলানিউজকে জানান, হরতাল-অবরোধের কারণে তারা কাজ করতে পারছেন না। তাদের পরিবার না খেয়ে রয়েছে। তাই তারা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে এ মিছিল করছেন।
তিনি জানান, তারা সবাই বনানী বস্তি থেকে এসেছেন।
বশির বলেন, এ মিছিল বিএনপি বা সরকারের বিরুদ্ধে নয়। উভয়ই পক্ষের কাছেই আমরা এ সমস্যার সমাধান চাই।
বাংলাদেশ সময় : ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
** খালেদার কার্যালয় ঘেরাওয়ে গাড়ি চালক ও প্রজন্মলীগ
** ঘেরাও কর্মসূচিতে আসা শ্রমিকরা গুলশান-২ এ