ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গণজাগরণ মঞ্চের ‘সন্ত্রাসবিরোধী আলোর মিছিল’ শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
গণজাগরণ মঞ্চের ‘সন্ত্রাসবিরোধী আলোর মিছিল’ শুক্রবার ডা. ইমরান এইচ সরকার

ঢাকা: হরতাল-অবরোধের নামে মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ‘সন্ত্রাসবিরোধী আলোর মিছিল’ করবে গণজাগরণ মঞ্চ’।

বৃহস্পতিবার বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।



তিনি বলেন, রাজনীতির নামে সারা দেশে চলছে মানুষ পুড়িয়ে  হত্যা ও ভয়াবহ নির্যাতন। পেট্রোলের আগুনে পুড়িয়ে শেষ করা হচ্ছে তাজা প্রাণ। এরই প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে ‘সন্ত্রাসবিরোধী আলোর মিছিল’ করবে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

দেশের ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদই হোক সন্ত্রাস নির্মূলের হাতিয়ার।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।