ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ৫টি ককটেলসহ নাশকতাকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ভোলায় ৫টি ককটেলসহ নাশকতাকারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় পাঁচটি ককটেলসহ শাহেন শাহ (৪০) নামে এক নাশকতাকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি এলাকার নিজ বাড়ি থেকে ককটেলসহ তাকে আটক করা হয়।

শাহেন শাহ ওই গ্রামের তছির বেপরীর ছেলে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদরের বাপ্তা ইউনিয়নে শাহেন শাহর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসতঘর থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হলে তাকে আটক করে পুলিশ।

ওসি আরো জানান, শাহেন শহ অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও সম্প্রতি অবরোধ ও পুলিশের ওপর হামলায় ঘটনায় অভিযুক্ত তিনি। তাকে দীর্ঘদিন থেকে পুলিশ খুঁজছিলো।

প্রাথমিক জিজ্ঞাসবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।