গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নওশের হারুনী ইঞ্জিলকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভাত গ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নওশের হারুনী ইঞ্জিলের বিরুদ্ধে দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় এক বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন খবর পেয়ে দুপুরে ভাতগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫