ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু শনিবার

ঢাকা: ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’- এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৪ জানুয়ারি) শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সাত দিনব্যাপী এ উৎসব একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনুষ্ঠিত হবে।

যার আয়োজক ‘চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ’।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক সংগঠনটি।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে সারাদেশের মোট ১০টি ভেন্যুতে ৪৮টি দেশের ২শ’রও বেশি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়া উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এদেশের শিশুদের নির্মিত চলচ্চিত্রর প্রতিযোগিতার বিভাগ। এ বিভাগে মোট ৩০টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এরমধ্য থেকে সেরা পাঁচটি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে।
 
শনিবার (২৪ জানুয়ারি) মূল ভেন্যু কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার ফলে দেশের সব বিভাগে একই সঙ্গে উৎসবটি করা সম্ভব হয়নি। একই কারণে উৎসবের সকালের শোও বাতিল করা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উৎসবের উপদেষ্টা চেয়ারম্যান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।