ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পরিবহন শ্রমিক বিরোধ, সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
সিলেটে পরিবহন শ্রমিক বিরোধ, সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে পরিবহন শ্রমিকদের বিরোধের জের ধরে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন বাস শ্রমিকরা। অবশ্য পুলিশের হস্তক্ষেপে একঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।



বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারগাঁও বাস টার্মিনাল থেকে সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠালে বাস শ্রমিকরা বাধা দেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জের ধরে বাস শ্রমিকরা কুমারগাঁও টার্মিনাল সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কে এলোপাতাড়ি গাড়ি রেখে প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে। পরে জালালাবাদ থানা পুলিশের অনুরোধে শ্রমিকরা অবরোধ উঠিয়ে নেন।
 
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে জানান, স্ট্যান্ডে গাড়ি থামানো নিয়ে বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এনিয়ে বাস শ্রমিকরা রাস্তা অবরোধ করলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।