ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধ-হরতালে স্বাভাবিক মংলা বন্দরের কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
অবরোধ-হরতালে স্বাভাবিক মংলা বন্দরের কার্যক্রম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অবরোধের প্রভাব পড়েনি মংলা সমুদ্র বন্দরে। টানা অবরোধের মাঝেও স্বাভাবিক রয়েছে বন্দরের পণ্য ওঠানামার কাজ।



অবরোধের মধ্যে বুধবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় বিএনপি’র ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও তেমন কোনো প্রভাব পড়েনি বাগেরহাটে।

অন্য সময়ের আবরোধ-হরতালের মতো চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতেও দেশের আমদানি-রপ্তানির দ্বিতীয় লাইফ লাইন মংলা বন্দরে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার মো. হাসান বাংলানিউজকে জানান, চলতি মাসের ১৯ তারিখে এ যাবতকালে মংলা বন্দরে একদিনে সর্বোচ্চ সংখ্যক জাহাজ এসেছে। এ দিনে বিভিন্ন পণ্যবাহী ৬টি জাহান বন্দরে নোঙ্গর করেছে।

বর্তমানে বন্দরে ইউরিয়া সার, ক্লিংকার, এলপিজি গ্যাস, ম্যাশিনারিজসহ মোট ৮টি জাহাজ অবস্থান করছে। স্বাভাবিকভাবে চলছে পণ্য ওঠানামার কাজ।

মূলত মংলা বন্দর দিয়ে আমদনিকৃত পণ্যের বেশির ভাগই নৌপথে পরিবহন হওয়াতে বন্দরে অবরোধ হরতালের তেমন প্রভাব পড়েনি বলে জানান তিনি।

তবে, মংলা বন্দর থেকে দেশের বিভিন্ন প্রান্তে সড়ক পথে পণ্য পরিবহন নিরাপত্তার কারণে কিছুটা বাধাগ্রস্ত হওয়ার কথা জানিয়েনে বন্দর ব্যবহারবারীরা।

এদিকে, বাগেরহাটের জেলা সদর ও উপজেলা শহরগুলোতে স্বাভাবিক ভাবে চলাচল করছে রিকশা, ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশা।

স্থানীয়রা জানান, খোলা রয়েছে ব্যাংক-বীমা, অফিস-আদলত ও শিক্ষা প্রতিষ্ঠান। কম হলেও চলাচল করেছে অভ্যন্তরীণ রুটের যান চলাচল। তবে, বাগেরহাট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন।

বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন বাংলানিউজকে জানান, নিরাপত্তার কারণে বাগেরহাট জেলা থেকে দূরপাল্লার পরিবহন ছাড়েনি। তবে, কম হলেও বাগেরহাট-খুলনাসহ জেলার অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অবরোধ ও হরতালে বৃহস্পতিবার বেলা সোয়া ১২টা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীকিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান বাংলানিউজকে জানান, অবরোধ এবং হরতালের নাশকতা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। জেলা ও উপজেলাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি টহল।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।