রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (৪০) এক দিনমজুর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিনমজুর বিনোদপুর বাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাড়সকে বাইসাইকেল চালিয়ে কাটাখালির দিকে যাচ্ছিলেন। এসময় একটি অটোরিকশা পেছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যায় এবং মুহূর্তে মধ্যে দ্রুতগতি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা ট্রাকের চালক রুবেল ও তার সহকারী ইব্রাহিমকে আটক করে পুলিশে দিয়েছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, চালক ও তার হেলপারকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫