আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুক-বাল্যবিবাহ বিরোধী প্রচারণার মাধ্যমে সামাজিক সচেতনতা ও উদ্বুদ্ধকরণ বিষয়ক এক বর্ণাঢ্য র্যালি এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আখাউড়া উপজেলা পরিষদ র্যালি ও কর্মশালার আয়োজন করে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব।
কর্মশালায়, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫