ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নিদগ্ধদের পাশে স্পিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
অগ্নিদগ্ধদের পাশে স্পিকার ছবি: রাশেদ /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সম্প্রতি হরতাল-অবরোধসহ নানা নাশকতায় অগ্নিদগ্ধ হওয়া ব্যক্তিদের পাশে কিছু সময় কাটালেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনক‍ালে দগ্ধদের পাশে সময় কাটান তিনি।



পরে স্পিকার দগ্ধদের খোঁজ খবর নিয়ে চিকিৎসার জন্য সহায়তা দেন।
 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, হুইপ  সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), হুইপ মাহবুব আরা বেগম গিনি, অনুমতি হিসাব সম্পর্কিত কমিটি’র সভাপতি আবদুল মতিন খসরু এবং হাজী মো. সেলিম।
 
চিকিৎসারত ২১ জন রোগীর প্রত্যেককে জাতীয় সংসদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন ড. শিরীন শারমিন চৌধুরী।  
 
অচিরেই দেশের চলমান অস্থিরতা স্বাভাবিক হবে বলেও আশা করেন স্পিকার। এজন্য তিনি সকল রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার করার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।