জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সহিংসতা পরিহার করার আহবান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, অবিলম্বে আপনি সহিংসতা পরিহার করুন। তা না হলে দেশের জনগণ বাধ্য হবে আপনাকে অফিস টেনে বের করে বিচার করতে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মাগরিবের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, বাংলাদেশের মানুষ রাজনীতির নামে জঙ্গি-সন্ত্রাসীদের হাতে জিম্মি হতে পারে না। বাংলাদেশ ৩০ লাখ জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে। স্বাধীনতা-গণতন্ত্রকে ধ্বংস করে তালেবানি শাসনে কেউ পরিণত করবে- তা হতে দেওয়া হবে না। কোনো বিবেকবান মানুষ ছোট শিশু, দিনমজুর, ট্রাকচালককে নৃশংসভাবে হত্যা করতে পারে না।
তিনি বলেন, খালেদা জিয়ার বক্তব্যেই প্রমাণিত হয়েছে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে জঙ্গি-সন্ত্রাস চালাচ্ছে তা তালেবান-আলকায়দার সঙ্গেই তুলনা করা যায়।
তিনি আরো বলেন, তালেবান-আলকায়দার সঙ্গে খালেদা জিয়ার কোনো তফাত নেই। খালেদা জিয়া চান বাংলাদেশ যেন কোনোভাবেই এগিয়ে যেতে না পারে।
শেখ সেলিম দেশবাসীকে একাত্তরের মতো প্রতি পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়া আইনের উর্ধ্বে নন। বিএনপি কার্যালয় থেকে খালেদা জিয়া মানুষ মারার নির্দেশ যদি দিতেই থাকেন, তবে বিক্ষুব্ধ জনগণ প্রকাশ্য দিবালোকে তাকে ওই কার্যালয় থেকে বের করে এনে বিচার করবে। বাংলাদেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত হতে দেবে না জনগণ।
চিফ হুইপ আসম ফিরোজ জাতীয় দৈনিকের একটি প্রতিবেদন তুলে ধরে বলেন, বনানীতে বোমার কারখানাসহ শিবির ক্যাডাররা ধরা পড়েছে। লালবাগে বানায় বোমা বানাতে গিয়ে আহত থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাপ্পি মারা গেছে। এখন খালেদা জিয়া কী বলবেন? সরকার নয়, খালেদা জিয়া দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাই খালেদা জিয়াকে কোনোভাবেই রেহাই দেওয়া যায় না। অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫