ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি গুণ্ডাপাণ্ডা ভাড়া করে মানুষ মারছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
বিএনপি গুণ্ডাপাণ্ডা ভাড়া করে মানুষ মারছে

জাতীয় সংসদ ভবন থেকে: একটি দল আছে তারা কার বিরুদ্ধে যে আন্দোলন করছে জানি না। তাদের মাঠে দেখা যায় না।

গুণ্ডাপাণ্ডা ভাড়া করে বোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। ভাড়া করা গুণ্ডাপাণ্ডা দিয়ে যদি দাবি আদায় হতো, তাহলে আমরা কেন রাজনীতি করছি- প্রশ্ন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
 
পীর ফজলুর রহমান প্রতিমন্ত্রীর কাছে জানতে চান- গাজীপুর কালিয়াকৈর এলাকায় এক বাসের হেলপারকে পুড়িয়ে মারা হয়েছে, যারা আহত হচ্ছেন তাদের সহায়তা করা হচ্ছে। কিন্তু গরিব যারা মারা যাচ্ছেন, তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে কি-না?। এর উত্তর প্রদানকালে প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

** দেশের ২৪ দশমিক ৭ ভাগ মানুষ দরিদ্র
** খালেদাকে গ্রেফতার না করায় নিক্সনের ওয়াক আউট
** আটকে পড়া পাকিস্তানিদের সঠিক সংখ্যা নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।