লক্ষ্মীপুর: গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরের রায়পুরে পিঠা উৎসবের আয়োজন করে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ উৎসবে রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এতে ২০টি স্টলে দেশীয় তিন শতাধিক নানা রকমের পিঠা স্থান পায়। পিঠা উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন বলেন, বর্তমানে গ্রামীণ ঐতিহ্য পিঠা হারিয়ে যেতে বসেছে। দেশীয় সংস্কৃতিকে ধারণ করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫