জাতীয় সংসদ ভবন থেকে: প্রাথমিক শিক্ষদের সময় মতো পেনশন পরিশোধের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষকরা চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর, অনেক সময় দীর্ঘ দিনেও পেনশনের টাকা পান না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মাগরিবের বিরতীর পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ আহ্বান জানান।
রওশন এরশাদ বলেন, শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। সেই কারিগররাই যদি এমন হালে থাকেন, তাহলে কিভাবে উন্নয়ন হবে আমাদের।
এ সময় তিনি শিক্ষকদের বিরুদ্ধে একটি অভিযোগও করেন। তিনি বলেন, কিছু কিছু স্কুলে শিক্ষকরা সময় মতো যান না। এতে পাঠদানে অনেক সমস্যা হয়। তাই এসব বিষয় শিক্ষা মন্ত্রণালয়কে দেখতে হবে।
বিরোধীদলীয় নেতা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাধিক সংখ্যক নারী শিক্ষক নিয়োগেরও দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
** বিএনপি গুণ্ডাপাণ্ডা ভাড়া করে মানুষ মারছে
** দেশের ২৪ দশমিক ৭ ভাগ মানুষ দরিদ্র
** খালেদাকে গ্রেফতার না করায় নিক্সনের ওয়াক আউট
** আটকে পড়া পাকিস্তানিদের সঠিক সংখ্যা নেই