ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

৭ দিনের মধ্যে দেশ স্বাভাবিক হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
৭ দিনের মধ্যে দেশ স্বাভাবিক হবে

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের চলমান পরিস্থিতি আগামী ৭ দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, খালেদা জিয়া ব্যর্থ হবেন।

যে পথে হাঁটছেন, সেই পথেই তিনি (খালেদা) শেষ হয়ে যাবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মাগরিবের বিরতীর পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

দশম সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার আন্দোলনের ব্যর্থতা তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, গত ৫ জানুয়ারি (২০১৪ সাল) নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়েছেন খালেদা জিয়া। তার রাজনীতিক জীবন ব্যর্থতায় ভরা; তাতে কোনো সফলতা নেই।

এ সময় তিনি নিজের রাজনৈতিক জীবনের অতীতের কথা তুলে ধরে বলেন, আশির দশকে আমরা বিএনপিকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছিলাম। এটাই আমাদের ভুল ছিল। সেই দিন যদি ওটা না করতাম, তাহলে বিএনপির চিহৃ থাকতো না।

খালেদা জিয়ার বর্তমান আন্দোলন সম্পর্কে বলেন, তিনি (খালেদা) ব্যর্থ হবেন, নিঃশেষ হবেন।

তোফায়েল আহমেদ আরও বলেন, তার হরতাল-অবরোধে সাধারণ মানুষের সাড়া নেই। কোথাও হরতাল অবরোধ হচ্ছে না। খালেদা জিয়া সন্ত্রাসী ভাড়া করে বোমা মেরে অরজকতা সৃষ্টি করে বিশ্বের বিভিন্ন দেশকে দেখাতে চাচ্ছেন, এখানকার পরিস্থিতি ভালো না। এ সময় একটি পত্রিকার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া এখানে সেনাশাসন চান।

বর্তমানে সারাদেশে খালেদার বিচারের দাবি উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

অবরোধ-হরতালে বোমাবাজি ও নাশকতার চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, সন্ত্রাসীদের বোমা হামলায় আহত অভি আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অভির মায়ের আকুতি তুলে ধরে কান্না জড়িত কণ্ঠে বলেন, কী নিষ্ঠুর খালেদা জিয়া। এটা কোনো রাজনীতি হলো! তিনি নাকি একটি রাজনৈতিক দলের প্রধান। তিনিও তো একজন মা। আজ আরকেজন মায়ের কোল খালি করে কী জাবাব দেবেন খালেদা?

এ সময় তিনি বলেন, হয়তো খালেদা আরও মায়ের বুক খালি করবেন। এ রাজনীতিই করেন খালেদা জিয়া? খালেদা জিয়াকে এর কৈফিয়ত একদিন মানুষের কাছে দিতে হবে।

তোফায়েল আহমেদ বলেন, যারা বোমাসহ হাতেনাতে ধরা পরছে তারা সবাই বিএনপি-জামায়াতের। সম্প্রতি ঢাকা কলেজের ছাত্রদলের তিন নেতাকে বোমাসহ গ্রেফতার করা হয়। এছাড়া লালবাগে নিজের বোমা বিস্ফোরণে মারা গেছে এক যুবক, সেও ছাত্রদলের নেতা। নাম বাপ্পী। কিন্তু কি ধরনের মিথ্যাবাদী একটি রাজনৈতিক দলের নেতা খালেদা। তিনি বলেছেন, এসব সরকার করছে।

বিএনপি আউট সোর্সিংয়ের মাধ্যমে মানুষ ভাড়া করে বোমা মারছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যদি ক্ষমতায় যাওয়া যেত তবে কেউ রাজনীতি করতো না। রাস্তায় বর্তমানে বিএনপির একজন নেতাকর্মীও নেই। আছে শুধু বিএনপির ছাত্রদল, যুবদলের কিছু সন্ত্রাসী। এখন নাশকতা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫, ‍আপডেট ২০০৬

** সময় মতো শিক্ষকদের পেনশন পরিশোধের দাবি

** বিএনপি গুণ্ডাপাণ্ডা ভাড়া করে মানুষ মারছে
** দেশের ২৪ দশমিক ৭ ভাগ মানুষ দরিদ্র
** খালেদাকে গ্রেফতার না করায় নিক্সনের ওয়াক আউট
** আটকে পড়া পাকিস্তানিদের সঠিক সংখ্যা নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।