লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা শিশু নিকেতনের মেধাবী ছাত্র আব্দুর রহিম উল্লাস হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কের হাতীবান্ধা উপজেলা পরিষদের উভয়পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আঞ্চলিক মহাসড়কের দু’পাশে এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ ব্যবসায়ীরা অংশ নেন।
হাতীবান্ধা শিশু নিকেতনের অধ্যক্ষ প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সারওয়ার হায়াত খান, হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি আলহাজ এমজি মোস্তফা, সম্পাদক নুরুল আমিন, সাংবাদিক আলি আকতার গোলাম কিবরিয়া প্রমুখ।
সোমবার রাতে হাতীবান্ধা শিশু নিকেতনের ১ম শ্রেণির ছাত্র আব্দুর রহিম উল্লাসকে অপহরণের পর ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে বিলম্ব হওয়ায় উল্লাসকে শ্বাসরোধে হত্যা করে উপজেলা পরিষদের পুরাতন ভবনে ফাঁসিতে ঝুলিয়ে রাখে অপহরণকারীরা।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ এ পর্যন্ত ৭ জন ছাত্রকে গ্রেফতার করেছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫