ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় বিজয় মিছিল করেছে ময়মনসিংহ পৌরসভা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শহরের টাউন হলের ভাষা সৈনিক শামসুল হক মঞ্চের সামনে থেকে এ মিছিল বের হয়।
এ মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও ময়মনসিংহ পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু।
মিছিলে জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইউসুফ খান পাঠান, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, পৌরসভার প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রসি, যুবলীগ নেতা শাহীনুর রহমানসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
বিজয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্ত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন।
বিজয় মিছিল পূর্ব সমাবেশে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, বৃহত্তর ময়মনসিংহের মানুষের প্রাণের দাবি ছিল ময়মনসিংহ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের তিন কোটি মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করেছেন।
দ্রুত বিভাগ বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নের দুয়ার খুলে যাবে এমন আশা প্রকাশ করেন মেয়র।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫