ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে আড়াই হাজার কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
শ্রীনগরে আড়াই হাজার কেজি জাটকা জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে ২ হাজার ৫২০ কেজি জাটকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জাড়িত থাকায় শাহজালাল ও আব্দুর রহমান নামে দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের উপজেলার ছনবাড়ি চৌরাস্তায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।  
 
পরে, আটক ব্যবসায়ী শাহজালাল ও আব্দুর রহমানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন শ্রীনগর উপজেলার অ্যাসিল্যান্ড ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস।
 
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা যুদিষ্টি রঞ্জন পাল এসব বিষয় নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাওয়া থেকে ট্রাকে জাটকা বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা দেয় শাহজালাল ও আব্দুর রহমান। পথে, শ্রীনগরের ছনবাড়ি এলাকায় ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ২ হাজার ৫২০ কেজি জাটকা জব্দ ও দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
 
সন্ধ্যায় জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়:  ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।