ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

১০ লাখ টাকা আত্মসাত চেষ্টা, সচিবালয়ে প্রতারক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
১০ লাখ টাকা আত্মসাত চেষ্টা, সচিবালয়ে প্রতারক গ্রেফতার

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের খরচের নামে ১০ লাখ আত্মসাতের চেষ্টার অভিযোগে সচিবালয়ে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আটক প্রতারক এম এম আজম আলীকে সন্ধ্যায় শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।



সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব শহীদুল ইসলাম ডিএমপির শাহবাগ থানায় ওই প্রতারকের বিরুদ্ধে মামলা করেন।

সংস্কৃতি মন্ত্রণালয় ও নিরাপত্তা পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত ৬ জানুয়ারি এম এম আজম আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের সাক্ষর জাল করে সংস্কৃতি মন্ত্রণালয়ে ১০ লাখ টাকা খরচ চেয়ে আবেদন করে।

আবেদনে ওই প্রতারক উল্লেখ করে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গোপালগঞ্জের কোটালী পাড়ায় বঙ্গবন্ধু স্মরণার্থে বঙ্গবন্ধু স্মৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩ দিন ব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন শেখ ফজলুল করিম সেলিম। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১০ লাখ টাকার প্রয়োজন।

সচিবালয় নিরাপত্তা শাখার পুলিশের সহকারী কমিশনার মনিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর নামে আয়োজিত অনুষ্ঠানের জন্য অনুদানের ১০ লাখ টাকার চেকের খোঁজ নিতে বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ে আসে এম এম আজম আলী। পরে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব শহীদুল ইসলাম মামলা করেছেন।

মনিরুল ইসলাম জানান, এই প্রতারক দেশের বিভিন্ন এলাকার উন্নয়নের নামে অর্থ প্রতারণার আশ্রয় নেয়। তার বাড়ি চুয়াডাঙ্গায় হলেও গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন আবেদন তার পকেটে পাওয়া গেছে।

প্রতারক এম এম আজম আলী ফার্মগেট এলাকায় থাকেন বলেও জানান সচিবালয় পুলিশের নিরাপত্তা শাখার এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।