ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবে যুক্তরাষ্ট্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবে যুক্তরাষ্ট্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: মায়ানমারের নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের সমস্যা ন্যায় সঙ্গত ও দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী অ্যান সি. রিচার্ড এসব কথা বলেন।


 
এর আগে, কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন তিনি। এ সময় দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে হাজার হাজার রোহিঙ্গা জনগণকে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার জন্য এদেশের মানুষকে ধন্যবাদ জানান মার্কিন এ সহকারী মন্ত্রী।
 
অ্যান সি. রিচার্ড আরো বলেন, যুক্তরাষ্ট্র মায়ানমার সরকারকে আর্ন্তজাতিক সম্প্রদায়ের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার মূল বিষয় নির্ধারণ করতে উৎসাহিত করেছে। এর পাশাপাশি শরণার্থীদের সহযোগিতার জন্য ১৫২ মিলিয়ন ডলার দিয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।