ঢাকা: আপিল বিভাগের পর এবার হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুর্নগঠন করলেন প্রধান বিচারপতি এস কে (সুরেন্দ্র কুমার) সিনহা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুপ্রিম কোর্টর ওয়েসবাইটে দেখা যায় বেঞ্চ পুর্নগঠনের বিষয়টি।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এসএম কুদ্দুস জামান জানান, প্রধান বিচারপতি এস কে সিনহার নির্দেশে বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠনে নতুন ৬ বিচারপতিকে দ্বৈত বেঞ্চের নেতৃত্ব দেওয়া হয়েছে এবং ৪ বিচারপতিকে একক বেঞ্চের ক্ষমতা দেওয়া হয়েছে।
আগামী ২৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো তাদের বিচারকার্য শুরু করবেন।
বেঞ্চগুলোর মধ্যে ১৩টি বেঞ্চের এখতিয়ার রয়েছে রিট মামলা শুনানি করতে। ফৌজদারি ও জামিন শুনানির এখতিয়ার রয়েছে ১০টি বেঞ্চের, দেওয়ানি এবং অন্যান্য মামলার শুনানির জন্য বেশ কিছু বেঞ্চ রয়েছে।
এর আগে নবনিযুক্ত প্রধান বিচারপতি এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলাপ করে বেঞ্চ পুর্ণগঠন করা হবে।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫