জাতীয় সংসদ ভবন থেকে: টানা চারদিন সংসদ অধিবেশন চলার পর দুই দিনের বিরতী দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা শেষে স্পিকার সংসদ মুলতবি ঘোষণা করেন।
এরআগে, ১৯ জানুয়ারি সোমবার দশম জাতীয় সংসদের পঞ্চম এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরু থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংসদ নেতা থেকে শুরু করে অধিকাংশ নেতারাই খালেদার বিচার নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার অধিবেশন শেষে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৫ জানুয়ারি, রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫