ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আলতাদীঘি বনে ‘আঁচড়া’ পোকার আক্রমণ

শফিক ছটোন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
আলতাদীঘি বনে ‘আঁচড়া’ পোকার আক্রমণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদীঘি জাতীয় উদ্যানে নয়নাভিরাম প্রাকৃতিক বনে হঠাৎ করেই পোকার আক্রমণ দেখা দিয়েছে। ‘আঁচড়া’ পোকা নামে এ পোকার আক্রমণে ইতোমধ্যে বনের এক-তৃতীয়াংশ এলাকার গাছের ছাল-পাতা নষ্ট হয়েছে বলে জানায় বনবিভাগ।


 
সপ্তাহ খানেক আগে বনের গাছগুলোতে পোকার আক্রমণ দেখা দিলেও সম্প্রতি মহামারি আকার ধারণ করায় চিন্তিত হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। এতে বনের ব্যাপক ক্ষতি সাধন ও লতাগুল্ম ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বনবিভাগের কর্মকর্তা ও গবেষকরা।  
 
বনবিভাগের কর্মকর্তারা জানান, ধামইরহাট আলতাদীঘি জাতীয় উদ্যানে প্রায় ৪২৭ একর জমির ওপর এখনও টিকে আছে তিনটি প্রাকৃতিক বন। প্রায় দুইশ বছরের পুরোনো এ বনে রয়েছে অসংখ্য শাল ও সেগুন গাছ। রয়েছে লতাগুল্ম। এছাড়া বনের ভেতরের নিম্নাংশে গড়ে তোলা হয়েছে বেত বাগান ও ওষুধি গাছের প্লান্টেশন। রয়েছে বিভিন্ন প্রজাতির অসংখ্য আন্ডারগ্রথ চারা।  

ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, পোকার আক্রমণে ইতোমধ্যে বনের প্রায় এক তৃতীয়াংশ এলাকাজুড়ে পুরনো গাছ ছাল, পাতা, ফুল ও কুড়ি নষ্ট হয়ে মৃতপ্রায় আকৃতি ধারণ করছে। একই সঙ্গে এসব পোকা ছোট গাছগুলোর পাতা ও ডগাও খেয়ে ফেলছে। ফলে মরে নষ্ট হয়ে যাচ্ছে ওইসব গাছ ও লতাগুল্ম।   
 
তিনি আরো জানান, পোকাগুলো দেখতে ধূসর রংয়ের ও এক থেকে দেড় ইঞ্চি লম্বাকৃতির। গায়ে মৃদু কাঁটা আছে। এগুলোকে স্থানীয় বাসিন্দারা ‘আঁচড়া পোকা’ বলে থাকেন।
 
এদিকে, আলতাদীঘি শালবনে পোকার আক্রমণ মহামারি আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছেন বন গবেষকরা। প্রতিবেশ ও বন গবেষক পাভেল পার্থ বাংলানিউজকে জানান, শালবনে পোকার আক্রমণ এর আগে কখনও কোথাও দেখা যায়নি। এই প্রথম। তাই দ্রুত কার্যকর ও সঠিক পদক্ষেপ নেওয়া না হলে বনটি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বনের প্রাণিকূল ও তাদের খাদ্য শৃঙ্খল নিঃশেষ হয়ে হারিয়ে যেতে পারে জীববৈচিত্র।    
 
এ বিষয়ে বন বিভাগের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার জানান, বনে পোকার আক্রমণ দেখা দেওয়ায় এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।  
 
তিনি জানান, প্রাথমিকভাবে আক্রান্ত গাছ ও উদ্ভিদে প্রতিষেধক হিসেবে (পরীক্ষামূলক) রিপকর্ড (ripcord) স্প্রে করা হচ্ছে। তবে, অবরোধ-হরতালের কারণে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বন গবেষকরা আলতাদীঘিতে আসতে পারছেন না বলেও জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।