ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে এসএমকে হাসান মাহমুদ নামে এক ভুয়া (এমবিবিএস) চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মাওলানা ভাসানী সড়কের গ্রিনলাইফ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।

ভুয়া চিকিৎসক এস এম কে হাসান মাহমুদ ঢাকার মিরপুরের বাসিন্দা।   তিনি সপ্তাহে দুইদিন ঢাকা থেকে ঝিনাইদহে গিয়ে রোগী দেখতেন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. আবদুস সালাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার শহরের গ্রিনলাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান।
 
এ সময় ভুয়া ডাক্তার এস এম কে হাসান মাহমুদকে আটক করে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের দণ্ড দেওয়া হয় তাকে।

দণ্ডিত এসএমকে হাসান তার নামের পাশে নামিদামি ডিগ্রি ব্যবহার করে ওই ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন।

গ্রিনলাইফ ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বিভিন্নস্থানে তার নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।