ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আদালতে বাংলা ভাষা বাধ্যতামূলক

সংসদে বেসরকারি বিল উত্থাপন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
সংসদে বেসরকারি বিল উত্থাপন

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের সব আদালতে বাংলা ভাষার প্রচলন বাধ্যতামূলক করতে সংসদে একটি বিল উত্থাপন করেছেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বেসরকারি দিবসে এ সংক্রান্ত বিলটি উত্থপান করেন তিনি।



বাংলা ভাষা প্রচলনে ১৯৮৭ সালের আইনটিকে সংশোধন করতেই বিলটি উত্থাপন করা হয়। ওই আইনের ৩নং ধারায় বলা হয়েছে- দেশের সব অফিস আদালতে বাংলা ভাষার প্রচলন করা হবে। কিন্তু তার বাস্তবায়ন করা হয়নি।

উদ্দেশ্য ও কারণ সম্পর্কে রুস্তম আলী ফরাজী বলেন, বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ (১৯৮৭ সালের ২নং আইন) সংশোধন প্রয়োজন। বাংলাদেশ সংবিধানের ৩ অনুচ্ছেদের বিধানগুলো পূর্ণরুপে কার্যকর করা ও বাংলা ভাষার ব্যাপক ব্যবহার এবং প্রচলনের উদ্দেশে ১৯৮৭ সালের মার্চ মাসে বাংলা ভাষা প্রচলন আইন সংসদে পাস করা হলেও দেশের কোর্টে বিভিন্ন মামলার ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করা হচ্ছে না। ফলে দেশের গ্রাম এলাকায় অশিক্ষিত জনগণ মামলার রায় বুঝতে না পেরে নানাভাবে প্রতারিত হচ্ছে।

বাংলাভাষা প্রচলন আইনে (১৯৮৭ সালের ২নং আইন) প্রস্তাবিত সংশোধনী আনয়ন করা হলে বাধ্যতামূলকভাবে দেশের সব আদালতের কার্যাবলী বাংলায় সম্পন্ন করতে হবে। এর ফলে মামলাকারী জনগণ সহজেই আদালতের রায়ের মর্ম উপলব্ধি করতে পারবে। একই সঙ্গে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতিও সম্মান দেখানো হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

** সংসদ রোববার পর্যন্ত মুলতবি
** আর কত জানাজায় অংশ নেব

** অগ্নিদগ্ধদের সহায়তায় এক মাসের বেতন দেওয়ার ঘোষণা হাজী সেলিমের
** অবিলম্বে খালেদার গ্রেফতার দাবি
** খালেদাকে সহিংসতা পরিহারের আহবান
** ৭ দিনের মধ্যে দেশ স্বাভাবিক হবে
** সময় মতো শিক্ষকদের পেনশন পরিশোধের দাবি
** বিএনপি গুণ্ডাপাণ্ডা ভাড়া করে মানুষ মারছে
** দেশের ২৪ দশমিক ৭ ভাগ মানুষ দরিদ্র
** খালেদাকে গ্রেফতার না করায় নিক্সনের ওয়াক আউট
** আটকে পড়া পাকিস্তানিদের সঠিক সংখ্যা নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।