ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, আহত ২০

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
আশুলিয়ায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, আহত ২০

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ধলপুর আদর্শ বহুমুখী সমবায় সমিতির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার গাজীরচট এলাকার ধলপুর গ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ঘটনা ঘটেছে।



প্রতক্ষদর্শীরা জানান, বিকেলে সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাভারের স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান যোগ দেন।

অনুষ্ঠান শেষে এনামুর রহমান চলে যাওয়ার পর আশুলিয়া থানা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে আবুল হাসনাতের সঙ্গে ধলপুর আদর্শ বহুমুখী সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এতে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।