ঢাকা: সার্কভুক্ত দেশগুলোর সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে এ বৈঠক হয়।
পিএসসি সরকারের একটি অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে সেবা দেবে এমন মানসিকতাসম্পন্নদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
একই সঙ্গে পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের মানুষের সেবা দেওয়ার মন-মানসিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে বলেন শেখ হাসিনা।
দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে সার্কভুক্ত দেশগুলোর পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক সঙ্গে কাজ করতে পারলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা সহজ হবে।
বৈঠকে অন্যদের মধ্যে পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদসহ সার্কভুক্ত দেশগুলোর পিএসসির প্রধান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪