গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী এলাকায় মধুমতি নদীর ওপর নির্মিত শেখ লুৎফর রহমান সেতু উদ্বোধন ও কাশিয়ানীর কালনা পয়েন্টে একই নদীর ওপর কালনা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনসহ চারটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এসব প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রী এসময় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রও উদ্বোধন করবেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল আব্দুল্লাহিল করিম, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, আওয়ামী লীগ নেতা এস এম আক্কাস, এম বদরুল আলম বদর, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সোলায়মান বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫