পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সাঁওতাল পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তীরবিদ্ধ হয়ে সোহাগ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সোহাগের বাবা জহুরুল ইসলামসহ (৪৫) আট/১০ জন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হাবিবপুর চিড়াকুঠা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাবিবপুর চিড়াকুঠা সাঁওতাল পল্লীর লোকজনের সঙ্গে একই গ্রামের জহুরুল ইসলাম গংদের বিরোধ চলছে। এর জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় প্রতিপক্ষের ছোড়া তীরবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। এতে জহুরুলসহ উভয়পক্ষের আরো অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে জহুরুলকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।
ঘটনাস্থল থেকে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫