মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ৫শ’ মুক্তিযোদ্ধার মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের পুরাতন কাচারী এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুজ্জামান আনিছ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা ও মতিউল ইসলাম হিরুসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা জানুয়ারি ২৪, ২০১৫