ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কোনাবাড়ীতে কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কোনাবাড়ীতে কারখানার আগুন নিয়ন্ত্রণে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর কাদের সিনথেটিক ফাইবারস লিমিটেড কারখানায় লাগা আগুন দীর্ঘ ৭ ঘণ্টা প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে লাগা এ অগ্নিকাণ্ড দুপুর পৌনে ২টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন।



তিনি সাংবাদিকদের বলেন, প্রায় ৭ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে ভয়াবহ এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৬ টি ইউনিট কাজ করেছে।

অগ্নিকাণ্ডে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

** কোনাবাড়ীতে কারখানায় আগুন, লড়ছে দমকলের ১২ ইউনিট

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।