মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের বেওথা এলাকায় জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পাসপোর্ট অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের পর জেলা কালেক্টরেট স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা গণপূর্ত বিভাগের প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল।
সভায় বিশেষ অতিথি ছিলেন-সাভার গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল কাদের চৌধুরী, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫