সাতক্ষীরা: সাতক্ষীরার চান্দুড়িয়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা শাহীন হোসেন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে।
শনিবার ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে তাকে আটক করে বিএসএফ।
এদিকে, একই সময় সাতক্ষীরা সদরের পদ্মশাখরা সীমান্তে বিএসফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সীমান্ত এলাকাবাসী জানান, ভোরে চান্দুড়িয়া সীমান্ত পথে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের গরু ব্যবসায়ী শাহীন হোসেনকে আটক করে। পরে তাকে ভারতীয় পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এদিকে, একই সময়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতীয় গরু নিয়ে ফেরার পথে পদ্মশাখরা সীমান্তের বিপরীতে ভারতের পানিতরে পৌঁছালে বিএসএফ বাধা দেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় এক গরু ব্যবসায়ী। এতে বিএসএফের দুই সদস্যও আহত হয়। তবে গুলিবিদ্ধ ব্যক্তি বাংলাদেশি বলে স্থানীয়রা জানালেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি বাংলানিউজকে জানান, তিনি ঘটনা দুটি তিনি জানতে পেরেছেন। তবে কারো পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫