ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপত্তার কারণে সংসদের পূজা ধানমণ্ডি স্কুলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
নিরাপত্তার কারণে সংসদের পূজা ধানমণ্ডি স্কুলে

ঢাকা: অধিবেশন চলায় নিরাপত্তাজনিত কারণে জাতীয় সংসদের সরস্বতী পূজা ধানমণ্ডি স্কুলে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যেই সরস্বতী পূজার মণ্ডপ সংসদ চত্ত্বর থেকে সংসদ ভবনের উত্তরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ধানমণ্ডি স্কুলে স্থানান্তর করা হয়েছে।



রোববার (২৫) জানুয়ারি জাতীয় সংসদের টানেলের নিচে সরস্বতী পূজা হওয়ার কথা ছিলো। সে অনুসারে আমন্ত্রণপত্রও পাঠানো হয় বিভিন্ন জায়গায়। প্রথমবারের মতো সংসদ চত্ত্বরে এ পূজার উদ্যোগ নিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
 
আয়োজনের সব প্রস্তুতি শেষ করা হয় আগেই। বানানো হয় সুন্দর আকৃতির পূজার মণ্ডবও। এজন্য আগে থেকেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর অনুমতি নেয় পূজা আয়োজন কমিটি। কিন্তু শেষ মুহূর্তে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
 
পূজামণ্ডব ধানমণ্ডি স্কুলে নেওয়ার কারণ জানতে চাইলে আয়োজক কমিটির সদস্য ও জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী বাংলানিউজকে বলেছেন, যেহেতু সংসদ অধিবেশন চলছে। তাই পুরো এলাকাটির নিরপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
তিনি বলেন, পূজা উপলক্ষে বাইরের অনেক লোক আসবেন। আগত অতিথিদের চেক করা কষ্টকর হয়ে যাবে। তাছাড়া অনেকেই এতে বিব্রতও হতে পারেন। এছাড়া সংসদ অধিবেশন শুরু আগেই বেলা ২টায় আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশি (সুইপিং) করা হয়। এসব কারণে ধানমণ্ডি স্কুল মাঠে পূজা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬১৮  ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।