ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বাস মালিক-শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
বরিশালে বাস মালিক-শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ ও হরতালে বরিশালে পরিবহনে নাশকতার প্রতিবাদে সমাবেশ করেছে জেলার সব পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



বরিশাল জেলা বাস মালিক সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার জিল্লুর রহমান ও আবু রায়হান মো. সালেহ।

সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন হোসেন, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিন, সম্পাদক কাওছার হোসেন শিপন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহিদ খান প্রমুখ।

সমাবেশ শেষে বরিশাল ফায়াস সার্ভিসের পক্ষ থেকে জেলার সব বাসের শ্রমিকদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া জেলার সব বাসে অগ্নিনির্বাপক যন্ত্র লাগানোর সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।