নড়াইল: নড়াইলে সুলতান মেলার ৩য় দিনে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ খেলার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে জমজমাট ষাঁড়ের লড়াই দেখতে নড়াইল,খুলনা, মাগুরা ও যশোরের কয়েক হাজার মানুষ ভিড় করে কলেজ মাঠে।
বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক ষাঁড় এ লড়াইয়ে অংশ নেয়। প্রতিবছরই সুলতান মেলায় ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। আর প্রতিবছরই বাড়ছে লড়াইয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া ষাঁড়ের সংখ্যা।
প্রতিযোগিতায় বিজয়ী ষাঁড়ের মালিকদের বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে।
বৃস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নড়াইলের ‘সুলতান মঞ্চ’ চত্বরে সপ্তাহব্যাপী সুলতান মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫