ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
গোপালগঞ্জে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে উলপুর সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ব্রিজ থেকে মাদকবিরোধী একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি উলপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত গোপালগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ইভানা পারভীন।

জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফ.ম. নুরুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, সাংবাদিক মোজাম্মেল হোসেন, এস এম হুমায়ুন কবীর, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর আলী মিনা, সমাজসেবক মনিন্দ্রনাথ বৈরাগী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল হোসেন, আয়োজক সংগঠনের সভাপতি এস এম শাহরিয়ার ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিনা প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।