ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলাকারীদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
শুক্রবার রাত ৯টার দিকে গ্লোরি পরিবহনের একটি বাস গুলিস্তান থেকে ডেমরা রোড দিয়ে নারায়গঞ্জের রূপগঞ্জে যাওয়ার পথে যাত্রাবাড়ী কাঠেরপুল আসামাত্র রাস্তায় একটি ককটেল ফাটায়। এসময় গাড়িটির গতি কমে যায়। তখন জানালা দিয়ে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে পুরো বাসে আগুন ধরে গেলে ২৯ জন যাত্রী দগ্ধ হন।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫