ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সম্পদ ধ্বংস রাজনৈতিক কর্মসূচি হতে পারে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
সম্পদ ধ্বংস রাজনৈতিক কর্মসূচি হতে পারে না ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করে মানুষের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ করেছে বিভিন্ন পেশাজীবীর মানুষ।

শনিবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে "শান্তির জন্য হোক প্রতিবাদ" ব্যানারে এ দাবি জানানো হয়।



সমাবেশে বক্তারা বলেন, মানুষ পুড়িয়ে মারা, যানবাহন পোড়ানো, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা, সম্পদ নষ্ট করা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এরকম কর্মসূচি সাধারণ মানুষের কাম্য নয়। সাধারণ মানুষ শান্তি চায়। নিরাপদে কর্মক্ষেত্রে যেতে চায়।

তারা বলেন, সাধারণ মানুষের কথা ভেবে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা ও নাশকতা ত্যাগ করে সৃজনশীল ধারার জনকল্যাণকর রাজনীতি করতে হবে।

সহিংসতা ও নাশকতার নির্দেশদাতা, উস্কানিদাতা ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

এসময় দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা, নাশকতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, সৃজনশীল ধারার জনকল্যাণকর রাজনীতিসহ  ছয় দফা দাবি জানানো হয়।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য তারানা হালিম, সাংবাদিক আবেদ খান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, নাট্য বক্তিত্ব ড. ইনামুল হক, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি কে এম শফিউল্লাহ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধাপক আনোয়ার হোসেন, আইনজীবী পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট খ ম রেজাউল হক, মুক্তিযোদ্ধা কামাল পাশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।