বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত অন্যান্য বাহিনীর সদস্যরা। তাদের পাশাপাশি অবস্থান নিয়েছেন ৠাব, পুলিশসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার বিপুলসংখ্যক সদস্য।
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকাহত খালেদা জিয়াকে সমবেদনা জানাতে শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার পর তার গুলশান কার্যালয়ে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তারই প্রস্তুতি হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে নিরাপত্তা বাহিনীর এই সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। মৃত্যুকালে কোকোর বয়স হয়েছিল ৪৫ বছর।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
** খালেদাকে সমবেদনা জানাতে গুলশান যাচ্ছেন প্রধানমন্ত্রী