পঞ্চগড়: পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের নতুনবস্তী এলাকায় ট্রাক্টর (মাহিন্দ্র) উল্টে রজব আলী (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, দুপুরে নতুনবস্তী গ্রামের পাথর কোয়ারী থেকে পাথর বোঝই করে ভজনপুর বাজারের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি (মাহিন্দ্র)।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা হেলপার রজব আলী ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন।
তেতঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জেডএম আসাদুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫