কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহলরত জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে শিবির কর্মীরা। এসময় বন্দুকযুদ্ধে ডিবির চার উপ-পরিদর্শকসহ (এসআই) ১০ জন আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ দু’টি রিভলবার ও ছয়টি পেট্রোল বোমাসহ গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে চার শিবির কর্মীকে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
গোয়েন্দা পুলিশের আহত সদস্যরা হলেন-এসআই আদিল মাহমুদ, শাহ কামাল আকন্দ, সহিদুল ইসলাম ও নজরুল ইসলাম এবং কনস্টেবল শ্যামল চক্রবর্তী ও বাহারুল ইসলাম।
গুলিবিদ্ধ শিবির কর্মীরা হলেন- কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামের ইছহাক মিয়ার ছেলে মো. বোরহান উদ্দিন (২৫), চৌদ্দগ্রাম উপজেলার মাদারপুষ্কুরনী গ্রামের আবদুল বারীর ছেলে মো. আবদুল আলী (২২), নালঘর গ্রামের মজুমদার বাড়ির মো. ফজলুর রহমানের ছেলে মো. আবু ইউছুফ (২৫) ও মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার পশ্চিম ঘোড়াবই গ্রামের মো. আবুল কালামের ছেলে আবু ছুফিয়ান (২০)। আবু ছুফিয়ান কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাম্বুরা গ্রামে নানা আলী আকবরের বাড়িতে বসবাস করেন।
আহত সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলমের নেতৃত্বে এসআই শাহ কামাল আকন্দ, সহিদুল ইসলাম, আদিল মাহমুদ ও আবু নাছেরের সমন্বয়ে গঠিত পৃথক দু’টি দল মহাসড়কে রাতের যানবাহনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ভোর ৪টার দিকে কৃষ্ণপুর এলাকায় তাদের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে নাশকতাকারীরা। নিক্ষিপ্ত পেট্রোল বোমা লক্ষ্যভ্রষ্ট হলে গাড়িটি থামানো হয়। এসময় গোয়েন্দা পুলিশ সদস্যরা গাড়ি থেকে নামলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ১০/১৫ জনের একদল নাশকতাকারী। গোয়েন্দা পুলিশও এসময় পাল্টা শটগানের ১৭ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে শিবির কর্মীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চার শিবির কর্মীকে আটক করা হয়। বন্দুকযুদ্ধে আহত হন গোয়েন্দা পুলিশের ওই ছয় সদস্য।
ওসি একেএম মনজুর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন জানিয়েছেন যে তারা শিবির কর্মী। ২০ দলীয় জোট নেতাদের নির্দেশেই গোয়েন্দা পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিলেন তারা।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫