রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আকবর আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (০২ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভাধীন বেলেপুকুর মহল্লা থেকে আকবর আলীকে এক হাজার ৪৮০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
আটক আকবর আলী শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের আবদুল হান্নানের ছেলে।
তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বুধবার তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
বর্তমানে আকবর আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫