গাইবান্ধা: হরতাল-অবরোধের নামে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শহরের ১নং ট্রাফিক মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মিহির ঘোষ, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, রিক্তু প্রসাদ, অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, ডা. আপন কুমার বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, অবরোধের নামে সারাদেশে যেভাবে নিরীহ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে এটি কখনই রাজনীতি হতে পারে না। এটি জঙ্গিবাদের সৃষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া কিছুই নয়। অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫