দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলা শহরের ঢাকা মোড় এলাকায় আজিজ তুলা ঘরের গোডাউনে আগুনের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পরে খবরে পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আজিজ তুলা ঘরের মালিক বকুল সরকার বাংলানিউজকে জানান, গোডাউনে বিপুল পরিমাণে তুলা ছাড়াও, চালবোঝাই বস্তা, খালি বস্তাসহ প্রায় কোটি টাকার মালামাল ছিল। এসব পুড়ে গেছে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র হারানি শাহ্ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে তিনি আনুমানিক ৬০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫