বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে: ফিরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোর মা বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী।
তবে সেখানে মিনিট পাঁচেক অবস্থানের পরও খালেদার কার্যালয়ের গেট না খোলায় ফিরে যান প্রধানমন্ত্রী।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরাফাত রহমান কোকোর। সন্ধ্যা নাগাদ ঘোষণা আসে গত ৩ জানুয়ারি থেকে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেওয়া খালেদা জিয়াকে সমবেদনা জানাতে আসছেন প্রধানমন্ত্রী।
কিন্তু প্রধানমন্ত্রী আসার আগে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, ছেলের মৃত্যুতে শোকাহত খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী দেখা করতে চাইলে পরে দু’পক্ষ আলোচনা করে সময় নির্ধারণ করবে বলেও জানান শিমুল বিশ্বাস।
তার এ ব্রিফিংয়ের কিছুক্ষণ পরই গুলশানে পৌঁছান প্রধানমন্ত্রী। তার গাড়ি বহর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পৌঁছায় রাত ৮টা ৩৫ মিনিটে। দুই সিনিয়র মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু আগেই সেখানে উপস্থিত হন।
কার্যালয়ের সামনে পৌঁছে গাড়ি থেকে নেমে কয়েক কদম এগিয়েও যান প্রধানমন্ত্রী। কিন্তু ভেতর থেকে গেট বন্ধ থাকায় শেষ তক ফিরে যায় তার গাড়িবহর।
প্রধানমন্ত্রী পৌঁছুনোর আগেই গুলশান কার্যালয়ে উপস্থিত হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন প্রমুখ।
এর আগে, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে খালেদার গুলশানের রাজনৈতিক কার্যালয় ও এর আশপাশের এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে অবস্থান নেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত অন্যান্য বাহিনীর সদস্যরা। তাদের পাশাপাশি অবস্থান নেন ৠাব, পুলিশসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার বিপুলসংখ্যক সদস্য।
ভিডিও
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
** খালেদার কার্যালয়ে প্রধানমন্ত্রী
** খালেদা জিয়া ঘুমে, প্রধানমন্ত্রী আসছেন
** গুলশানে এসএসএফ, আসছেন প্রধানমন্ত্রী
** প্রধানমন্ত্রীকে প্রবেশ করতে না দেওয়া লজ্জাজনক ও অমানবিক