ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জাবি-ইনসেপ্টা ফার্মা সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
জাবি-ইনসেপ্টা ফার্মা সমঝোতা চুক্তি স্বাক্ষর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) জাবি উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে ড. মোহাম্মদ সানোয়ার হোসেন এ চুক্তিতে স্বাক্ষর করেন।



এ চুক্তির আওতায় বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চলমান গবেষণায় দ্বি-পাক্ষিক সুযোগ সৃষ্টি হবে।

এসময় জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।