ঢাকা: খালেদা জিয়ার পুত্র হারানোর শোক নিয়ে কেউ যেনো নোংরা রাজনীতি না করে বলে জানিয়ে দিলো বিএনপি।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের বন্ধ গেট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে যাওয়ার পর তার একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকেদর কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে সন্ধ্যা সাতটা দশ মিনিটে আমরা জানিয়ে দিই প্রধানমন্ত্রীর দপ্তরকে। কিন্তু প্রধানমন্ত্রী তারওপর এসেছেন। আমার দ্রুত চলেও গেছেন।
দ্রুত এগিয়ে গিয়েও প্রধানমন্ত্রীকে ধরতে পারেননি বলে দাবি করেন শিমুল বিশ্বাস।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫